তারকেশ্বর

The city of Shiva

Tarakeswar App

"Tarakeswar" -App

Image

Introduction

শোনা যায়, তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণুদাস নামের এক শিবভক্ত। উত্তরপ্রদেশ থেকে এসে হুগলিতে বসবাস শুরু করেন তিনি।

মহাদেবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বহুবার মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে এই মন্দিরের। ১৭২৯ সালে মল্ল রাজারা মন্দিরটির সংস্কার করেন। তৈরি হয় একটি আটচালা মন্দির। বর্তমানে মন্দিরটিকে যে ভাবে দেখি, তা মল্লরাজাদেরই তৈরি।